জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলের লক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ, আবাসিক মেডিকেল অফিসার ডা. এসএম আব্দুল আহাদ, ডা. খালেদ আহমদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিরেন্দ্র কুমার দাস, পৌর কাউন্সিলার রিপন আহমদ, এস.আই কল্লোল গোস্বামী, এস.আই মিজানুর রহমান, স্বাস্থ্য পরিদর্শন সঞ্জয় চন্দ্র নাথ, রাশ বিহারী বিশ্বাস, প্রেসক্লাব সাধারন সম্পাদক শ্রীকান্ত পাল, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, কুদরত উল্লাহ, সেলিম আহমদ প্রমূখ।

আগামী শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জকিগঞ্জের ২১৮টি ইপিআই কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছর বয়সের শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

(এসপি/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০১৯)