আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের উজিরপুরের উপজেলার জল্লা ইউনিয়নের মুন্সিরতালুক গ্রামের জমির মধ্য থেকে জবাইকৃত কলেজ ছাত্র ইমরান হোসেনের (২২) লাশ শনিবার সকালে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ইমরান উপজেলার ভবানীপুর ডিগ্রি কলেজ থেকে এ বছর বিএ (পাস) শেষ বর্ষের পরীক্ষা দিয়েছে। সে মুন্সিরতালুক গ্রামের কৃষক সরোয়ার হোসেন হাওলাদারের ছেলে। 

ইমরানের পরিবা সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে ইমরান পার্শ্ববর্তী সেনা সদস্য আবুল কালাম আজাদের বাসায় বিপিএল খেলা দেখতে যায়। মধ্যাহ্ন বিরতিতে বাড়িতে আসে রাতের খাবার খেতে। খাবার শেষে ইমরানের মোবাইলে একটি কল আসে। ইমরান কলটি রিসিভ করে অপর প্রান্তের ব্যক্তির সাথে কথা বলে বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে বের হয়ে ইমরান খেলা দেখতে যায়নি। রাত বেশী হলে পরিবারের সদস্যরা সেনা সদস্য আজাদের বাড়িতে গিয়ে খোঁজ করেন। সেখান থেকে তাদের জানানো হয় ইমরান মধ্যাহ্ন বিরতির পর আর খেলা দেখতে সেখানে যায়নি। রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে তাকে পাওয়া যায়নি। এমনকি তার মোবাইলটিও বন্ধ পাওয়া যায়।

শনিবার সকালে নিহত ইমরানের বাড়ির পার্শ্ববর্তী জমিতে পাতা কুড়াতে গিয়ে এক মহিলা জবাইকৃত লাশ দেখে ডাকচিৎকার দেয়। এ সময় গ্রামবাসী জড়ো হয়ে পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করতে যাওয়া উজিরপুুর থানার এসআই ফরিদ শেখ জানান, এটি একটি হত্যাকান্ড। লাশ উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার সাথে জড়িতদের আটক এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০১৯)