রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইল প্রেসক্লাবের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আন্তঃ উপজেলা প্রেসক্লাব ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। 

টাঙ্গাইলসহ জেলার দশটি প্রেসক্লাবের অংশগ্রহণে গত ১২ ফেব্রুয়ারি থেকে এ টুর্নামেন্টে প্রতিদিন সকাল ও বিকেলে ২টি করে ম্যাচ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে টাঙ্গাইল প্রেসক্লাব ও কালিহাতী প্রেসক্লাব অংশগ্রহণ করে।

কালিহাতী প্রেসক্লাব দলকে ৯ উইকেটে হারিয়ে টাঙ্গাইল প্রেসক্লাব দল বিজয়ী হয়। খেলার শুরুতে টসে জিতে কালিহাতী প্রেসক্লাব ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারের খেলায় ৩ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে। ১৩৫ রানের টার্গেট নিয়ে টাঙ্গাইল প্রেসক্লাব দল ১ টি উইকেট হারিয়ে ১৮ ওভার ৩ বলে ১৩৭ রান সংগ্রহ করে বিজয়ী হয়।

খেলা শেষে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মাইনুল হোসেন লিন্টু প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।

(আরকেপি/এসপি/ফেব্রুয়ারি ১৯, ২০১৯)