আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : উপজেলা পরিষদ নির্বাচনে আগৈলঝাড়ায় দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।  

রবিবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. সাইদুর রহমানের অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

এসময় দলীয় মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনিল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, সহ-সভাপতি এসএম হেমায়েত উদ্দিন, নিত্যানন্দ মজুমদার, সাংগঠনিক সম্পাদক ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, শ্রম বিষয়ক সম্পাদক ফরহাদ তালুকদার, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, যুবলীগ সাবেক যুগ্ম সম্পাদক ফিরোজ শিকদার, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাদা হাওলাদারসহ দলীয় নেতা কর্মীরা।

সহকারী রিটার্নিং মো. সাইদুর রহমানের জানান, একমাত্র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রইচ সেরনিয়াবাত তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনের প্রার্থীদের মনোয়নপত্র দাখিলের শেষ দিন ২৬ ফেব্রুয়ারি, প্রার্থীতা বাছাই ২৮ ফেব্রুয়ারি, প্রার্থীতা প্রত্যাহার ৭ মার্চ এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৪ মার্চ। উপজেলায় মোট ভোটার ১লাখ ১২হাজার ১শ ৮৫জন।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০১৯)