চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর রেলস্টেশন ও আশে পাশের অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। এখনো বিপুল পরিমান রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা রয়েছে দখলদারদের দখলে।

শনিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত বিপুল সংখ্যক রেলওয়ে কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। দখলদাররা দীর্ঘদিন ধরে রেলওয়ের জায়গা অবৈধভাবে দখল করে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলে। স্টেশন সংলগ্ন রেলের জায়গায় রেলবাজারের প্রভাবশালী ব্যক্তি গরুর খামার গড়ে তুলেছে।

উচ্ছেদ অভিযান বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগের ভূ সম্পদ কর্মকর্তা রাফিউল ইসলাম বলেন, অবৈধ ভাবে রেলওয়ে বিভাগের জায়গা দখলদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানটি শুধু চাটমোহর স্টেশন দিয়েই শেষ নয়। পাবনার ঈশ্বরদী থেকে শুরু করে ঢাকার জয়দেবপুর স্টেশন পর্যন্ত পর্যায়ক্রমে অভিযান পরিচালিত হবে বলেও তিনি জানান।

(এসএচএম/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০১৯)