কক্সবাজার প্রতিনিধি : আওয়ামীলীগের কক্সবাজার রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলকে দলীয়ভাবে বয়কটের ঘোষণা দিয়েছেন কক্সবাজার জেলা আওয়ামীলীগ। একই সঙ্গে এমপি কমলের আচরণের নিন্দা প্রস্তাব গ্রহণ করে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে আবেদন পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার বিকালে কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি একে আহমদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে গত ১৮ জুলাই ছাত্রলীগ ও পুলিশের মধ্যে সংঘর্ষের প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মাধ্যমে তদন্ত কমিটি গঠণের দাবিতে আবেদনের সিদ্ধান্ত গৃহিত হয়।

সভায় ১৯ জুলাই ছাত্রলীগ ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে কক্সবাজার রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল কৃর্তক কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে অসৌজন্যমুলক আচরণের নিন্দা প্রস্তাব জানানো পর কক্সবাজার রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের আচরণের বিষয়টি দলীয় সর্বোচ্চ ফোরামের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলীয়ভাবে তাকে সামগ্রিক বয়কটের এবং এমপি কমলের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে আবেদন পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আবুহেনা মোস্তফা কামাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সভায়, কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ, সাবেক এমপি অধ্যাপিকা এথিন রাখাইন, সহ-সভাপতি ডা. নুরুল আমিন, শফিকুর কাদের শফি, কামাল হোছাইন চৌধুরী, মোস্তাফিজুর রহমান, যুগ্ন সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, এডভোকেট আমজাদ হোসাইন, এডভোকেট নুরুল ইসলাম, সাংগঠণিক সম্পাদক মোহাম্মদ হোসাইন, মাহাবুবুল হক মুকুল, এডভোকেট রণজিত দাশ, প্রচার সম্পাদক আবুহেনা মোস্তফা কামাল, কক্সবাজার শহর আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা নেতা নুরুল আবছার, এডভোকেট সুলতানুল আলম, এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, এডভোকেট হাবিবুর রহমান, এডভোকেট ফরিদুল আলম, রাজা শাহ আলম চৌধুরী, আদিল উদ্দিন চৌধুরী, ইঞ্জিনিয়ার বদিউল আলম, এডভোকেট আয়াছুর রহমান, শফিউল আলম চৌধুরী, আবুল হোছন, রাশেদুল ইসলাম, আবু তালেব, নুরুল মাসুদ মানিক, অধ্যাপক ফিরোজ আহমদ, রাজা মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
(টিটি/এএস/জুলাই ২৩, ২০১৪)