দিনাজপুরে রাস্তা পাকাকরণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন
স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুরের জেলা সদরের শহরতলী কোম্পানীর মোড় হতে ঢেপা নদীর বাঁধ পর্যন্ত দিড় কিলোমিটার রাস্তা পাকা করণ কাজের আজ শুক্রবার দুপুরের দিকে ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৯লাখ টাকা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ফারুক হোসেন, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, আওয়ামীলীগের উপজেলা কমিটির সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন,জেলা পরিষদের সদস্য ফয়সাল হাবিব সুমন, প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু এবং সাধারন সম্পাদক গোলাম নবী দুলালসহ অন্যান্যরা।
রাস্তাটি পাকাকরনের ফলে প্রত্যক্ষভাবে ওই এলাকার ১৫ হাজার পরিবারের ছাড়াও উপকৃত হবেন অন্য এলাকার মানুষেরাও। শুষ্ক মোওসুমে ধূলা এবং বর্ষায় কাদামাটির রাস্তায় চলাচলে দুর্ভোগ লাভবে এলাকাবাসির দাবি অনুযায়ী রাস্তাটি পাকাকরণের কাজ শুরু করায় খুশি স্থানীয়রা। এতে করে স্কুল কলেজ গামী শিক্ষার্থী উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করাসহ দীর্ঘদিনের দূর্ভোগের অবসানের ফলে সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন তারা।
(এসএএস/এসপি/মার্চ ০১, ২০১৯)