নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক চাপায় এক ভ্যান চালক নিহত হয়েছে। 

রবিবার (৩ মার্চ) সকালে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের ব্র্যাক অফিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. শাহাজাহান মিয়া(৪৭) উপজেলার ডাঙ্গা শালিনাপাড়া গ্রামের মৃত রেকাত আলীর ছেলে।

জানা যায়, রবিবার ভোরে বাড়ি থেকে বের হয়ে ভ্যান চালক শাহাজাহান তার ভ্যান নিয়ে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের ব্র্যাক অফিস মোড়ে পৌছলে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে শাহাজাহান মিয়ার দেহ ছিন্নভিন্ন হয়ে মারা যায়।

দুর্ঘটনার কথা স্বীকার করে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. গোলাম মোস্তফা মন্ডল জানান, দুর্ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। ঘাতক ট্রাক শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

(আরএসআর/এসপি/মার্চ ০৩, ২০১৯)