ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : কৃষক ও খেতমজুর সংগ্রাম পরিষদের নাটোর জেলা কমিটির উদ্যোগে ৭ই মার্চ বড়াইগ্রাম উপজেলার কয়েনবাজার, গড়মাটি, রাজাপুর  এবং পাবনা জেলার ঈশ্বরদীর মুলাডুলি রেলগেটে অনুষ্ঠিত হয়েছে।

পথসভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক সমতির কেন্দ্রিয় কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় কমিটির সমন্বয়ক আহসান হাবিব, কৃষক ও খেতমজুর ফ্রন্টের নেতা দেবাশিষ রায়, খেতমজুর সমিতির কেন্দ্রিয় সদস্য নির্মল চৌধুরী, সামসুল আলম, আলিফ উজজ্জামান, মুঞ্জুর রহমান মিঠু, জমির আলী, ছাত্রনেতা আদিত্য শুভ, ওসমান গণি মনু।
সভায় সার, বীজ ও কীটনাশকের মূল্য কমানোর জন্য সরকারের নিকট দাবী জানানো হয়। এছাড়ও কৃষকের ফসলের লাভজনক মূল্য দাবি করা হয়েছে।

আগামী ১০ই এপ্রিল ঢাকায় কৃষক ও খেতমজুর সংগ্রাম পরিষদের মহাসমাবেশ সফল করার আহবান জন্য সকলের প্রতি আহব্বান জানানো হয়েছে।

(এসকেকে/এসপি/মার্চ ০৭, ২০১৯)