শেরপুর জেলা প্রতিনিধি : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৫ জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে। আজ সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করেন নৌ পরিবহন মন্ত্রনালয়ের সচিব মো. আব্দুস সামাদ।

সংবর্ধনাপ্রাপ্ত ৫ নারী জয়িতা হলেন উন্নয়নে অবদান রাখার জন্য শ্রীবরদী উপজেলার মিনুআরা মাহমুদ , এসিড সন্ত্রাসের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরু করা শেরপুর শহরের জুসনা বেগম, স্বাবলম্বী নারী হিসেবে শেরপুর পৌর শহরের আইরিন পারভীন, ঝিনাইগাতীর সফল জননী রোকেয়া খাতুন এবং শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য পাওয়া তৃষ্ণা আগাথা ।

জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে ডিডি এলজি (উপ-সচিব) এটিএএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, নারী নেতা শামসুন্নাহার কামাল, জয়শ্রী নাগ, সাবিয়া জাহান শাপলা প্রমূখ বক্তব্য রাখেন।

সংবর্ধনা শেষে নৌ পরিবহন সচিব ডিসি উদ্যানে দুইদিনব্যাপী নারী উন্নয়ন মেলার উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

(এসআর/এসপি/মার্চ ০৮, ২০১৯)