স্টাফ রিপোর্টার : দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে টানা ৩৭ দিনের অবকাশকালীন ছুটি শুরু হয়েছে।

আদালতের পঞ্জিকা অনুযায়ী পবিত্র ঈদুল ফিতরসহ সুপ্রিমকোর্টের এই অবকাশকালীন ছুটি ২৫ জুলাই বৃহস্পতিবার শুরু হয়ে আগামী ৩০ আগস্ট শেষ হবে।

এ সময়ের মধ্যে সুপ্রিমকোর্টের স্বাভাবিক বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন অবকাশকালীন কিছু বেঞ্চ গঠন করবেন জরুরি কোনো মামলার শুনানির জন্য।

এ বিষয়ে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম বলেন, জরুরি রিট, জামিন বা অন্য কোনো মামলার শুনানির জন্য হাইকোর্ট বিভাগের একাধিক অবকাশকালীন বেঞ্চ প্রধান বিচারপতি নির্ধারণ করে দেবেন, যার মাধ্যমে জরুরি কোনো সমস্যার সমাধান করা যাবে।

দীর্ঘ ৩৭ দিন অবকাশকালীন ছুটি শেষে আগামী ৩১ আগস্ট থেকে যথারীতি আদালতের বিচারিক কাজ শুরু হবে। এর পর সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ থেকে আবার অবকাশ শুরু হবে। বছরের অর্ধেকের বেশি সময় সুপ্রিমকোর্টে অবকাশকালীন ছুটি থাকে।

(ওএস/এইচআর/জুলাই ২৪, ২০১৪)