নাটোর প্রতিনিধি : নাটোর-ঢাকা মহাসড়কে সিএনজির যাত্রিবেশী ৪ ছিনতাইকারীকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে। বুধবার রাতে মহসড়কের গাজিরবিল এলাকায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো বড়াইগ্রাম উপজেলার আটোয়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে তারেক আহমেদ (২০), মহিষভাঙ্গা দক্ষিনপাড়া এলাকার শহিদ প্রামানিকের ছেলে সবুজ প্রামানিক (১৮), বনপাড়া এলাকার মৃত মঞ্জুরুল আমজাদের ছেলে রাজু আহমেদ (২০) ও বনপাড়া হাওলাদারপাড়া এলাকার বাচ্চু গোয়ালের ছেলে আশিকুর রহমান (১৮)।
পুলিশ ও এলাকা সুত্রে জানাযায়, বুধবার রাত ৮ টার দিকে আটক ওই চার যুবক সহ ৫ জন নাটোর শহরে আসার কথা বলে একটি সিএনজি ভাড়া করে। শহরে আসার পথে বিভিন্ন নির্জন জায়গা দেখলেই তারা চালককে গাড়ী থামানোর জন্য চাপ দিতে থাকে। কিন্তু সিএনজি চালক সদর উপজেলার হালসা গ্রামের মৃত শামছুল আকন্দের ছেলে বাবলু আকন্দ তাদের চাপ উপেক্ষা করে দ্রুতবেগে গাড়ি চালাতে থাকে। একপর্যায়ে তারা বাবলু আকন্দকে পিছন থেকে গলায় রশি পেঁচিয়ে গাড়ি থামানোর চেষ্টা করে। এসময় চালক চিৎকার দিলে পথচারীরা এগিয়ে এসে যাত্রিবেশী ৪ জনকে আটক করে পুলিশে খবর দেয়। অপরজন পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা পুলিশের কাছে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এব্যাপারে সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
(এমআর/এএস/জুলাই ২৪, ২০১৪)