নাটোর প্রতিনিধি : নাটোরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। বুধবার রাতে তাদের বিভিন্নস্থান থেকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার রাতে ঢাকা থেকে নাটোর আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পড়ে পড়ে নওগাঁ জেলার আত্রাই উপজেলার সমসপাড়া গ্রামের আল মামুন (৩৬) ও অপর এক অজ্ঞাত (৫৫) ব্যাক্তি। অজ্ঞানপার্টির সদস্যদের দেওয়া চকলেট খেয়ে তারা অচেতন হয়ে পড়লে তাদের সর্বস্ব হাতিয়ে নিয়ে সটকে পড়ে অজ্ঞান পার্টির সদস্যরা। পরে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপর দিকে একই রাতে রাজশাহী থেকে নাটোরে ফেরার পথে শহরের মল্লিকহাটি এলাকার রাজিব নামে এক যুবক অজ্ঞানপার্টির পড়ে। সজ্ঞাহীন অবস্থায় উদ্ধারের পর তাকেও হাসপাতালে ভর্তি করা হয়।
নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান,ঈদকে সামনে রেখে অপরাধী চক্র বিভিন্ন পন্থায় সাধারন মানুষদের প্রতারনা করছে। শহর এলাকায় পুলিশের সর্তক অবস্থানের কারনে এই চক্র ট্রেন,বাস বা গ্রামাঞ্চলে গিয়ে এধরনের অপরাধ কাজে লিপ্ত হচ্ছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
(এমআর/এএস/জুলাই ২৪, ২০১৪)