নাটোর প্রতিনিধি : নাটোর-দয়ারামপুর সড়কে ব্যারিকেড দিয়ে দু’টি মোটরসাইকেল ছিনতাই করা হয়। ছিনতাইকারীরা মোটর সাইকেলের দুই চালক সহ তিনজনকে হাত-পা ও মুখ বেধে ফেলে রেখে মোটরসাইকেলসহ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ঘটনাটি ঘটে বুধবার রাতে সড়কের হাতিমারা ব্রীজ এলাকায়।

ক্ষতিগ্রস্তরা জানায়, শহরের মল্লিকহাটি এলাকার মৃত সামছুল হুদা হ্যাপির ছেলে ব্যবসায়ী মাহফুজ সিদ্দিকী মাসুদ বুধবার রাত ৯ টার দিকে তার শ্বশুর বাড়ি সদর উপজেলার চাদপুর এলাকা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে জাঠিয়ান হাতিমারা ব্রীজের কাছে পৌঁছিলে ৭/৮ জনের একদল ছিনতাইকারী সড়কে রশি দিয়ে তার পথরোধ করে। এসময় মাসুদ মাটিতে লুটিয়ে পড়লে ছিনতাইকারীরা তার হাত,পা ও মুখ বেধে সড়কের ধারে ফেলে রাখে। তার কাছে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোনসহ মোটরসাইকেল কেড়ে নেয়। একই সময়ে অপর একটি মোটর সাইকেলে করে পিরজীপাড়া গ্রামের এমআর শিমুল ও তার সঙ্গি রনি হাতীমারা ব্রীজের কাছে এলে একই কায়দায় ব্যারিকেড দিয়ে পথ রোধ করা হয়। ছিনতাইকারীরা তাদের গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এসময় তার চিৎকার করার চেষ্টা করলে তাদেরও হাত,পা ও মুখ বেধে ফসলি জমির মধ্যে ফেলে রেখে নগদ ১০ হাজার টাকা,দু’টি মোবাইল ফোনসহ মোটরসাইকেল কেড়ে নিয়ে সটকে পড়ে।
নাটোর সদর থানার ওসি আসলাম উদ্দিন জানান,এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।
(এমআর/এএস/জুলাই ২৪, ২০১৪)