জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : জকিগঞ্জের আটগ্রামে রান্নার গ্যাস সিলিন্ডার দিয়ে সিএনজি অটোরিক্সা চালাচ্ছেন চালকরা। গাড়ীর সিটের পিছনে সিলিন্ডার বেধে সংযোগ দিয়ে গাড়ী চালাচ্ছেন চালকরা। ফলে যে কোন সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। 

সিএনজি চালকরা বলেন, জকিগঞ্জে সিএনজি স্টেশন না থাকায় প্রায় ৫০ কিলোমিটার দুরে গোলাপগঞ্জ থেকে গ্যাস আনতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হয়ে যায়। তাই দুর্ঘটনার সমূহ সম্ভাবনা সত্বেও অর্থ ও সময় সাশ্রয় করতে তারা দুই মাস থেকে রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করছে। ১০/১২টি অটোরিক্সায় এমন গ্যাস সিলিন্ডার ব্যবহার হচ্ছে বলে তারা জানান।

এ ব্যাপারে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, গ্যাস সিলিন্ডার দিয়ে গাড়ী চালানো যাবে না। এ সকল গাড়ী ও চালকে বিরুদ্ধে প্রদক্ষেপ গ্রহণ করা হবে।

ইউএনও বিজন কুমার সিনহা জানান, রান্নার গ্যাস সিলিন্ডার দিয়ে গাড়ী চালানো অন্যায়। বিষয়টি গুরুত্বের সহিত দেখা হচ্ছে।

(এসপি/এসপি/মার্চ ২৪, ২০১৯)