কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে বুধবার দিবাগত রাতে দেশীয় অস্ত্রসহ চিহ্নিত ৫ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ।

এ সময় ডাকাত সদস্যদের ব্যবহৃত সিএনজি অটোরিকশা আটক করা হয়েছে। আটক ৫ ডাকাতের বিরুদ্ধে বৃহষ্পতিবার কমলগঞ্জ থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার মাধবপুর এলাকা থেকে দেশীয় ধারালো অস্ত্রসহ ৫ ডাকাত ডাকাতির উদ্দেশ্যে সিএনজি অটোরিকশা যোগে যাওয়ার সংবাদ পেয়ে গত বুধবার রাত সাড়ে ১০টায় কমলগঞ্জ থানার পরিদর্শক বদরুল ইসলাম, উপ-পরিদর্শক জাহিদুল হক, জিয়াউর রহমান, গৌরাঙ্গ কুমার বসু, আনোয়ার হোসেন, উপ-সহকারী পরিদর্শক আব্দুল কদ্দুছ এর নেতৃত্বে একদল পুলিশ আদমপুর বাজারে অবস্থান নেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত গতিতে সিএনজি অটোরিকশা পালিয়ে যাওয়ার সময় পুলিশ সিএনজি গাড়িটি আটক করেন। এ সময় চলন্ত সিএনজি থেকে লাফ দিয়ে দুই ডাকাত সদস্য পালিয়ে যাবার চেষ্টা করে।
আটক ডাকাতরা হলো- ইব্রাহিম মিয়া (২১), ইসলাম মিয়া (২৫), তাজ উদ্দিন ওরফে মন্তাজ (২৬), আব্দুস সালাম (২৩), ও কালন মিয়া (৩৫)। এ সময় সিএনজি গাড়ির ভেতর থেকে ২টি রাম দা, ২টি বড় চাকু ও গ্রীল ভাঙ্গার একটি অস্ত্র উদ্ধার করে পুলিশ। কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. বদরুল হাসান জানান, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ৫ ডাকাতকে বৃহষ্পতিবার দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে। ওসি আরো জানান, পবিত্র ঈদকে সামনে রেখে কমলগঞ্জ উপজেলায় পুলিশী নিরাপত্তা জোরদার করা হয়েছে।
(পিআরডি/এএস/জুলাই ২৪, ২০১৪)