ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরদীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে প্রত্যুষে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দুই দফায় দলীয় ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ৭টার কর্মসূচিতে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, সহ-সভাপতি মোহাম্মদ রশীদুল্লাহ, কোষাধ্যক্ষ সাদেক বিশ্বাস, দপ্তর সম্পাদক জুলমত হোসেন, আকাল সরদার, গোলজার হোসেন, ভাইস চেয়ারম্যান মাহমুদা বেগম উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি বুলবুল আহমেদ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রলীগের সাদারণ সম্পাদক সুমন দাস প্রমূখ নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সকাল ৮টায় পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর নের্তৃত্বে পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় পৌর কমিটির সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান (পুরুষ) আব্দুস সালাম খান, (নারী) আতিয়া ফেরদৌস কাকলি, কাউন্সিলর সাঈদ হাসান শিমুল, আওয়ামী লীগে নেতা বিডন জামান, আব্দুল খালেক, কৃষক নেতা মুরাদ মালিথা, সাবেক ছাত্রনেতা সানোয়ার হোসেন প্রমূখ নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(এসকেকে/এসপি/এপ্রিল ১৭, ২০১৯)