নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সুবর্ণচরে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ, সম্প্রসারণ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনার ও  প্রদর্শনী মেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় সুবর্ণচর উপজেলা পরিষদ হল রুমে মেলার উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আবু ওয়াদুদ, বিশেষ অতিথি, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা পরিষদের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জন লিটন মুন্সি, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মাসহুদুর রহমান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কর্মকর্তাবৃন্দ।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা নব-নিবার্চিত ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সুলতানা চৌধুরী, চরজুবিলী চেয়ারম্যান মোহাম্মদ হানিফ চৌধুরী প্রমুখ।

উদ্বোধনের পর প্রদর্শনীতে স্থাপিত স্টল ঘুরে দেখেন অতিথিরা। মেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের ১৪টি স্টল বসে ।

(এস/এসপি/এপ্রিল ১৮, ২০১৯)