নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলার চাতড়া গ্রামে চলনবিলে হাঁস চড়ানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত কৃষক হানিফ আলী (২৩) মারা গেছে। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃৃত্যু হয়েছে। সিংড়া থানার পুলিশ হানিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, নিহত হানিফ আলী চাতড়া গ্রামের এশার উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে চলনবিলে হাঁস চড়ানোকে কেন্দ্র করে চাতড়া গ্রামের কৃষক হানিফ আলীর সাথে কঞ্চিভদড়া গ্রামের আনোয়ারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হানিফ আলীকে পিটিয়ে গুরুত্ব আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃৃত্যু হয়।

সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে সিংড়া থানায় নিহতের বাবা এশার উদ্দিন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে।

(এমআর/জেএ/জুলাই ২৫, ২০১৪)