কক্সবাজারের ট্যুরিষ্ট পুলিশের অনানুষ্ঠানিক যাত্রা শুরু
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের ট্যুরিষ্ট পুলিশের অনানুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। আসন্ন ঈদের ছুটিতে কক্সবাজারে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিষ্ট পুলিশের জনবল বৃদ্ধির মাধ্যমে এ যাত্রা শুরু হল। এর অংশ হিসেবে শুক্রবার থেকে ট্যুরিষ্ট পুলিশের অতিরিক্ত ৫০ সদস্য দায়িত্ব পালন শুরু করেছে। একই সঙ্গে তাদের সাথে রয়েছেন ১ জন অতিরিক্ত পুলিশ সুপার, ১ জন সহকারী পুলিশ সুপার। অতিরিক্ত পুলিশের এসব সদস্যরা ঈদের পরের ১০ দিন পর্যন্ত কক্সবাজারের বিভিন্ন পর্যটন এলাকায় কাজ করবেন।
শুক্রবার বিকাল ৫ টায় টায় ট্যুরিষ্ট পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সচেতনতামূলক সভায় এসব তথ্য জানানো হয়।
সভা প্রধান অতিথি কক্সবাজারের পুলিশ সুপার মো. আজাদ মিয়া জানিয়েছেন, প্রতি বছরের ঈদের ছুটিতে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে। এবারের আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্য বছরের চেয়ে আরো জোরালো পদক্ষেপ গ্রহন করা হয়েছে। সরকার ইতোমধ্যে আলাদাভাবে ট্যুরিষ্ট পুলিশ গঠন করেছে। এর আনুষ্ঠানিক যাত্রা এখনো শুরু হয়নি।
২০১৫ সালের প্রথম দিকে এ ট্যুরিষ্ট পুলিশের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। কিন্তু ঈদের ছুটিতে কক্সবাজারে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করাকে ট্যুরিষ্ট পুলিশের ৫২ জন সদস্য বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে ১ জন অতিরিক্ত পুলিশ সুপার, ১ জন সহকারী পুলিশ সুপারও রয়েছেন। ট্যুরিষ্ট পুলিশের অভিজ্ঞতার জন্য এটা ট্যুরিষ্ট পুলিশের অনানুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। তারা ঈদের পরে আরো ১০ দিন কক্সবাজারের পর্যটন এলাকায় দায়িত্ব পালন করবেন। এর সাথে আগে ওখানে থাকা ৩০ জনও থাকবেন।
ওখানে আগত ট্যুরিষ্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামসুন নাহার জানিয়েছেন, তারা কক্সবাজারের সকল স্পটে নিরাপত্তা দেবেন। সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ, ট্যুরিষ্ট পুলিশের সহকারী পুলিশ সুপার রেজাউল করিম, কালের কণ্ঠের কক্সবাজার জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কক্সবাজার ট্যুরিষ্ট পুলিশের ওসি এএস ম আজাদ।
(টিটি/জেএ/জুলাই ২৫, ২০১৪)