ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : মে দিবসের অনুষ্ঠানে ঈশ্বরদী রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আসলাম হোসেনকে দাওয়াত না দেওয়ার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ২ জন আহত হয়েছেন। আহতরা হলেন- রেল শ্রমিক লীগ ঈশ্বরদী শাখার দুইজন সাংগঠনিক সম্পাদক সাগর হোসেন ও রোকনুজ্জামান রোকন । তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার (১লা মে) দুপুর পৌনে ১২টার দিকে ঈশ্বরদী জংশনের দক্ষিণ ক্যাবিনের সামনে ব্রিজ ইঞ্জিনিয়ার অফিস চত্ত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রতক্ষদর্শী জানান, রেলশ্রমিক লীগ সভাপতি রফিকুল হাসান স্বপনের নেতৃত্বে মহান মে দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রেলওয়ে শ্রমিক লীগের ঈশ্বরদী শাখার সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন তাকে আমন্ত্রণ না জানানোর কারণ জানতে চান। এসময় দুই গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতি ও কিলঘুসির ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থলে উপস্থিত থাকা জাতীয় শ্রমিক লীগ ঈশ্বরদী আঞ্চলিক শাখার সভাপতি জাহাঙ্গির আলম, শ্রমিক নেতা আব্দুল ওয়াহাব ও আলী আজম পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে দেয়। পরে আসলাম উদ্দিনের সমর্থক ও সভাপতি রফিকুল হাসান স্বপনের সমর্থকরা পুনরায় লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িতে পড়ে। এতে আসলাম সমর্থক রেল শ্রমিক লীগ ঈশ্বরদী শাখার সাংঠনিক সম্পাদক রোকনুজ্জামান রোকন ও রফিকুল ইসলাম স্বপন সমর্থক সাগর হোসেন আহত হয়।

এ ব্যাপারে মুঠোফোনে রেল শ্রমিক লীগের সম্পাদক আসলাম উদ্দিন খাঁন মিলন বলেন, দলের মধ্যে গুরুত্বপূর্ণ পদে থাকা নেতাদের আমন্ত্রণ না জানানোর কারণে কর্মীরা সংঘর্ষে লিপ্ত হয়। অপরদিকে রেলশ্রমিক লীগ সভাপতি রফিকুল হাসান স্বপনের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবীর দত্ত জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

(এসকেকে/এসপি/মে ০১, ২০১৯)