সুজানগর(পাবনা) প্রতিনিধি : ডিজিটাল বাংলাদেশের শুধু শহর নয়, গ্রাম ও চরাঞ্চালের মানুষের আধুনিক সুযোগ সুবিধা দিতে সরকার অঙ্গীকারবদ্ধ, তাই গ্রাম ও চরাঞ্চালের মানুষের ডিজিটালাইজ সুবিধা যত বেশি দেওয়া হবে তত বেশি মানুষের উন্নয়ন হবে, তাই এরই ধারাবাহিকতায় চরাঞ্চালের মানুষের আধুনিক সুযোগ সুবিধা দিতে কাঁচা পাকা সড়ক নির্মাণ সহ বিদ্যুৎ ব্যাবস্থার সাথে সাথে নানা রকম সুযোগ সুবিধা দিতে হবে।

চরাঞ্চালের মানুষের জমির ফসল নির্বিঘ্নে ঘরে ও শহরে নিতে সরকার যাতায়াত ব্যাবস্থার উপর গুরুত্ব দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আধুনিক সুযোগ সুবিধা দেওয়ার কার্যক্রম অব্যহত রাখতে পাবনার সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের চরাঞ্চালের মানুষের যাতায়াতে কাঁচা সড়কের কাজের অগ্রগতি পরির্দশন কালে এ কথা বলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণায় গ্রামকে শহরের সুবিধা প্রদানের যে ভিশন হাতে নিয়েছে এরই ধারাবাহিতায় চরাঞ্চালের মানুষের জন্য যাতায়াত ও বিদ্যুৎ সুবিধা দিতে প্রথমে সল্প পরিসরে কাজ শুরু করলেও এখন ব্যাপকভাবে এ অঞ্চলে সৌর বিদ্যুৎ, কৃষকদের জন্য বিশ্রামাগার সহ নানান রকম উন্নয়ন মূলক কাজ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ বলেন সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় আরো উন্নয়ন করা হবে এ অঞ্চলে, এ সময় ভায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মাহমুদুজ্জামান মানিক, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, উপ দপ্তর সম্পাদক রেজাউল করিম মন্ডল সহ ইউপি সচিব, ইউপি সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

(এস/এসপি/মে ০৩, ২০১৯)