বান্দরবান প্রতিনিধি : পাহাড়ী সম্প্রদায়ের একমাত্র বীর বিক্রম উপাধি প্রাপ্ত মুক্তিযোদ্ধা ইউকে চিং এর মরদেহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

শনিবার সকাল সাড়ে ১১টায় লাঙ্গিপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউকে চিং বীর বিক্রমকে এই শেষ শ্রদ্ধা জানানো হয়। এ সময় অন্যান্যের মধ্যে সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মং ক্যচিং চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মো. মুজিবর রহমান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তংচংঙ্গ্যা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, লামা উপজেলার সাবেক চেয়ারম্যান মো. ইসমাইলসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

রবিবার বিকেলে কেন্দ্রীয় বৌদ্ধ শশ্মানে ইউকে চিং বীর বিক্রমের মরদেহ দাহ করা হবে। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

উল্লেখ্য, ২৫ জুলাই সকাল সাড়ে ৬ টায় চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সাহসিকতাপূর্ণ অবদানের জন্য বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী জনগোষ্ঠির একমাত্র বীরসেনা ইউকেচিংকে বীরবিক্রম উপাধি দেয়া হয়।

(এএফ/জেএ/জুলাই ২৬, ২০১৪)