সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরের বিশ্বকবি রবীন্দনাথ ঠাকুরের ১৫৮ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রবীন্দ্র কাছারিবাড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে দু’দিনব্যাপী রবীন্দ্র উৎসব শুরু হয়েছে। সংস্কৃতি মন্ত্রনালযের সহযোগীতায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে, শিশু-কিশোরদের চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দুদিনব্যাপী রবীন্দ্রমেলা।

বুধবার সকালে কাছারিবাড়ি অডিটরিয়ামে অনুষ্ঠান মালার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন। পরে জাতীয় রবীন্দ্র পরিষদ ও শাহজাদপুর উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। এসময় জন্মজয়ন্তী উপলক্ষে কাছারিবাড়ি অঙ্গন হাজারও রবীন্দ্রভক্তের মিলনমেলায় পরিণত হয়েছে। এদিকে রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে প্রায় ১০টি স্টলে রবীন্দ্র নাথের বই প্রর্দশন করা হচ্ছে।

(এমএসএম/এসপি/মে ০৮, ২০১৯)