নওগাঁ প্রতিনিধি : শনিবার সকাল ১০টায় নওগাঁর ধামইরহাটে দুঃস্থ্য অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ধামইরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামানের উদ্যোগে এবং মইশড় সমাজ কল্যাণ ক্লাব ও লাইব্রেরির সহযোগিতায় ক্লাব প্রাঙ্গনে অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী হিসেবে সেমাই ও চিনি বিতরণ করা হয়।

এসব সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই ক্লাবের সভাপতি সুলতান মাহমুদ মুসা, সম্পাদক মো. ইদ্রিস আলী, ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মো. মাহবুব হোসেন, সাংবাদিক মো. হারুন আল রশীদ, মো. মহিনুর রহমান, ইমরান হোসেন, হুমায়ুন কবির প্রমুখ।

(বিএম/জেএ/জুলাই ২৬, ২০১৪)