নবীগঞ্জ প্রতিনিধি : মাছের পোনা আহরণ নিষিদ্ধ থাকলেও নবীগঞ্জ উপজেলায় সম্প্রতি বিভিন্ন খাল-বিল তথা প্রাকৃতিক জলাশয় থেকে এক শ্রেণীর অসাধু মৎস্য শিকারি কর্তৃক দেশীয় প্রজাতির পোনা মাছ শিকার করে হাটবাজারে বিক্রির মহোৎসব চলছে। এদিকে বিক্রি ঠেকাতে মৎস্য দফতরের অভিযান অব্যাহত রেখেছে।

সোমবার বিকেলে বিক্রির উদ্যোশে পোনা মাছ ক্রয় করে নিয়ে নবীগঞ্জ সদর বাজারে নিয়ে যাওয়ার সময় ২ জনকে আটক করেন উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান। পরে তাদেরকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউল গণি ওসমানীর কার্যালয়ে হাজির করলে তিনি মোবাইল কোর্ট পরিচালনা করে প্রত্যেককে ৫ শত টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ছোট সাকোয়া গ্রামের ফুল মিয়ার পুত্র লিটন মিয়া, পৌর এলাকার হরিপুর গ্রামের রহিম উল্লার পুত্র আব্দুর রউফ।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউল গণি ওসমানী জানান, মাছের পোনা আহরণ নিষিদ্ধ থাকা সত্ত্বেও তারা বিক্রির উদ্যেশে ছোট সাকোয়া টুকের বাজার থেকে নবীগঞ্জ বাজারে নিয়ে যাওয়ার সময় আটক করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং ছোট পোনা উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত ও বড় পোনা এতিমখানায় দেয়া হয়েছে। চলতি সপ্তাহেই বিভিন্ন মাছ বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান শুরু হবে বলেও জানান তিনি।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউ রহমান মুন্না।

(এম/এসপি/মে ১৩, ২০১৯)