দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশ গত সোমবার দিবাগত রাত ২টায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে নগর অর্থ, মোবাইল ফোনসহ জুয়ার তাস জব্দসহ ৯জন জুয়াড়িকে আটক করেছে।

থানা সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসিম হাবিব ও পরিদর্শক (তদন্ত) মো. মাহামুদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর গ্রামে জুয়া বিরোধী এক সফল অভিযান চালিয়ে একটি ঘর থেকে জুয়া খেলার সময় ৯ জন জুয়াড়িকে আটক করে। এ সময় জুয়ার আসর থেকে নগদ ৯হাজার ৫০টাকা, ৯টি মোবাইল ফোনসহ জুয়া খেলার উপকরণ তাস জব্দ করা হয়।

আটককৃতরা হচ্ছে, উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মো. মজিবর রহমানের ছেলে সোহেল রানা (২৫), একই গ্রামের মো. মনসুর আলীর ছেলে মো. আলমগীর হোসেন (২৯), মো. আজাহার আলীর ছেলে মো. ফরহাদ হোসেন (২৩), মৃত শমসের আলীর ছেলে মো. সিরাজপুর ইসলাম জনি (৩২), মৃত মনসের আলীর ছেলে মো. সাজেদুর রহমান (৩২), মো. আব্দুল মজিদ মন্ডলের ছেলে মো. আবু বক্কর সিদ্দিক (৩৪), মো. রুবেল মন্ডল (৩০), মো. জুয়েল রানা (২৮) ও পূর্ব বাজিতপুর গ্রামের মৃত গ্রীরেন্দ্র নাথের ছেলে শ্রী চিত্ত রঞ্জন (৩২)।

থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহামুদুল হাসান বলেন, আটককৃতদের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার থানায় মামলা রুজু করা হয়েছে। ওই মামলায় তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসিম হাবিব বলেন, দিনাজপুর পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বিপিএমের দিকনির্দেশনায় এবং ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাসান পিপিএমের পরিকল্পনায় উল্লেখিত জুয়া বিরোধী সফল অভিযান পরিচালনা করে ৯জন জুয়াড়ি আটকসহ অর্থ, মোবাইল ও জুয়ার তাস জব্দ করা হয়েছে।

(এসিজি/এসপি/মে ১৪, ২০১৯)