স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল ফিতরের ছুটির আগে শেষ কর্মদিবস রবিবার। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় বেলা ১১টার পর থেকে ফাঁকা হয়ে যাচ্ছে।

বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, অনেকেই অগ্রিম ছুটি নিয়ে চলে গেছেন। আবার কেউ কেউ রবিবার সকাল সাড়ে ৯টায় অফিসে এসে শুধু হাজিরা দিয়েই চলে গেছেন।

তবে সচিব, উপ-সচিব পর্যায়ের যারা অফিস করছেন, তাদেরও কাজের ব্যস্ততা তেমন একটা নেই।

নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ‘ঈদকে সামনে রেখে অনেক কর্মকর্তা আগেই চলে গেছেন। আর যারা আছেন তারা সকালে অফিসে এসেই স্বাক্ষর করে বের হয়ে গেছেন।’

প্রতি বছরই ঈদের আগে এমন হয় বলে জানান তিনি।

অলিখিত নিয়মেই যেন পরিণত হয়েছে এই বিষয়টি। অনেকে আবার কয়দিন আগেই চলে গেছেন এলাকায়। তাই শেষ দিনে অফিসে কাজের চাপ নেই বললেই চলে।

রবিবার সচিবালয়ে যারা কাজ করছেন তাদের বেশিরভাগই ঢাকায় ঈদের সময় থাকবেন বলে জানা গেছে।


একাধিক সহকারী সচিব জানান, তারা রাজধানীতেই ঈদ করছেন। তাই তাড়া নেই, অফিস করছেন মনোযোগ দিয়ে। ছুটিতে ফাঁকা ঢাকাকে তারা উপভোগ করেন বলেও জানান।

(ওএস/এইচআর/জুলাই ২৭, ২০১৪)