কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর কাপাসিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহযোগিতায় গত মঙ্গলবার উপজেলা পরিষদ হল রুমে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠান হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ আব্দুর রহিম, উপজেলা মা শিশু স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডাঃ আবু হাসান মোস্তফা। সভায় আরো উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা ব্র্যাক প্রতিনিধি প্রনব কুমার রায়, কাপাসিয়া ব্র্যাক শাখা এরিয়া ম্যানেজার স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির কর্মকর্তা মোছাঃ জান্নাতুল ফেরদৌস, কাপাসিয়াস্থ বাসার এজিএম জাকির হোসেন, বাসার স্বাস্থ্য কর্মকর্তা রেজাউল করিম, বাসার স্বাস্থ্য কর্মকর্তা মোঃ মাসুদ আব্বাসি প্রমুখ।

এছাড়া নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করণীয় শীর্ষক আলোচনা সভা উপস্থিত ছিলেন বেসরকারি এনজিওর ব্র্যাক ও বাসার মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীরা।

(এসকেডি/এসপি/মে ২৯, ২০১৯)