মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের টাউন ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের ৩ জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ২৫ হাজার মুসল্লি অংশ নিয়েছেন।

মঙ্গলবার গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে সকাল সাড়ে ৬টা, সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় এসব জামাত অনুষ্ঠিত হয়।

জামাতে ইমামতি করেন যথাক্রমে মৌলভীবাজার সৈয়দ শাহ মোস্তফা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ূম সিদ্দিকী, কোর্ট জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা শামছুল ইসলাম ও সুলতানপুর মসজিদের ইমাম মুফতি মাওলানা শামছুজ্জোহা।

প্রথম জামাতে ঈদের নামাজ আদায় করেন, সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী, জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পৌর মেয়র ফয়জুল করিম ময়ূনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

এ ছাড়া জেলার ৭টি উপজেলায় ঈদগাহ মাঠসহ বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

(ওএস/এটিআর/জুলাই ২৯, ২০১৪)