স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারে তলিকাভুক্ত সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) উদ্যোক্তা পরিচালক কামালউদ্দিন আহমেদ তার কাছে থাকা প্রতিষ্ঠানটির শেয়ার বিক্রি করবেন।

বিদ্যমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পাবলিক মার্কেটে তিনি এ শেয়ার বিক্রি করবেন বলে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে তথ্য জানানো হয়েছে।

ডিএসই জানিয়েছে, কামালউদ্দিন আহমেদের কাছে সোশ্যাল ইসলামী ব্যাংকের ৮৪ লাখ ২৩ হাজার ১২টি শেয়ার আছে। এর মধ্য থেকে ১০ লাখ শেয়ার বিক্রি করবেন তিনি। ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এসব শেয়ার বিক্রি করা হবে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ৮১২ কোটি ১২ লাখ ৯০ হাজার টাকা পরিশোধিত মূলধনের কোম্পানি সোশ্যাল ইসলামী ব্যাংকের মোট শেয়ার সংখ্যা ৮১ কোটি ২১ লাখ ২৮ হাজার ৫০৬টি। এ শেয়ারের ৩০ দশমিক ২৩ শতাংশ শেয়ার আছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে ২০ দশমকি ২৯ শতাংশ আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪৮ দশমিক ১২ শতাংশ এবং বিদেশিদের কাছে ১ দশমিক ৩৬ শতাংশ শেয়ার আছে।

(ওএস/এসপি/জুলাই ০৪, ২০১৯)