নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সাপাহার সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে মহা বিপদে পড়েছে কলেজের প্রায় ৭ হাজার শিক্ষার্থী। কলেজের নিজস্ব কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় হালকা বৃষ্টিতেও এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়। ক্লাস করতে আসা শিক্ষার্থীদের কাপড় থেকে শুরু করে বই-খাতা নোংড়া হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন কলেজের অনেক শিক্ষার্থী। দীর্ঘ দিন ধরে এমন সমস্যা চলছে কলেজ ক্যাম্পাসে। এ ব্যাপারে প্রশাসনের কোন ভ্রুক্ষেপ নেই। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

কলেজ ক্যাম্পাস ঘুরে দেখা যায়, গোটা মাঠ, রাস্তাসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রায় হাঁটু পানিতে শিক্ষার্থীরা জুতা স্যান্ডেল হাতে নিয়ে পার হচ্ছে।

শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ক্লাস পরীক্ষায় অংশ নিতে চরম দুর্ভোগ পোহাতে হয়। কলেজের পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ সমস্যার পুণরাবৃত্তি হচ্ছে।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর মুজিবুর রহমান বলেন, এ বিষয়ে তিনি একাধিকবার উপজেলা প্রশাসনের নিকট আবেদন/অভিযোগ করেছেন। কিন্তুু প্রশাসনের পক্ষ থেকে কোন সাড়া পাওয়া যায়নি।

উপজেলার শিক্ষানুরাগী /অভিভাবক মহল কলেজের জলাবদ্ধতা দূরীকরণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছেন।

(বিএম/এসপি/জুলাই ১৬, ২০১৯)