রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সাতক্ষীরা পাওয়ার হাউজ অপারেশনে নয়জন রনাঙ্গণের সাথী মুক্তিযোদ্ধাদের নিয়ে দুঃসাহসিক ভূমিকা রাখায় গেরিলা যোদ্ধা শেখ আব্দুল মালেক সোনাকে সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১১টায় সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে রণাঙ্গনের সাথী মুক্তিযোদ্ধাবৃন্দ তাকে এই সম্মাননা প্রদান করেন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংসদ এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশারফ হোসেন মশু, জাসদ নেতা মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ নিমাই চন্দ্র মন্ডল, মুক্তিযোদ্ধা মো. মফিজউদ্দিন, মুক্তিযোদ্ধা মো. হাসানুল ইসলাম, তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, মুক্তিযোদ্ধা জিল্লুল করিম, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সন্তন কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি প্রমুখ।

বক্তারা বলেন, ‘বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহসিকতা ও আত্মত্যাগে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাদের অবদান চির জীবন বাংলাদেশ, বাঙালি জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।’

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা বলেন, ‘মুক্তিযোদ্ধাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। মুক্তিযোদ্ধাদের জীবন নদীর স্রো্তের মত বহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে তারা মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেম। ক্ষুধা, দারিদ্র দুর্নীতিমুক্ত একটি অসাম্প্রদায়িক চেতনায় শোসনমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলাম। কিন্তু আমরা আজ কি দেখছি। স্বাস্থ্য, শিক্ষা ও পুলিশ বিভাগ গোটা দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে। এজন্য দুর্নীতি থেকে দেশ বাঁচাও আন্দোলন গড়ে তুলতে হবে। এ আন্দোলনে মুক্তিযোদ্ধা সন্তান, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসতে হবে।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোস্তফা নুরুল আলম।

(আরকে/এসপি/আগস্ট ০৩, ২০১৯)