মদন (নেত্রকোনা) প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ৭টি গরু চুরির ঘটনা ঘটে। এর মধ্যে সোমবার পৌর সদরে ১টি গরুসহ চোর কসাই নুরু ও মুকুল কে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে।

গরুর চামড়ার ক্রেতা ফতেপুর গ্রামের গ্রাম পুলিশ সুরেশের বাড়ি থেকে ছত্রকোনা গ্রামের সুনু মিয়ার গরুর চামড়া উদ্ধার করলে সুচতুর চোর চক্র গরুর মালিককে ১২ হাজার টাকা দিয়ে ঘটনার ধামা চাপা দেয়। গত ৩দিনে উপজেলার ফতেপুর ছত্রকোণার সুনু মিয়ার ১টি গরু, আগপাড়া আবুল হাসেমের ১টি গরু, দক্ষিণ পাড়ার মজনু মিয়ার ১টি গরু, মাহমুদপুর আ. রহিমের ১টি গরু, মনোহরপুর আ. হাসিম ভূঁইয়ার ১টি গরু, দেওসহিলা লাট মিয়ার ১টি গরু, রুদ্রশ্রীর নুর মিয়ার ১টি গরু চুরি হলে ২টি গরুর সন্ধান মিলেও বাকি গরুর উদ্ধারের তেমন তৎপরতা পাওয়া যাচ্ছে না বলে গরুর মালিকগণ আমাদের এ সংবাদদাতাকে জানান।

চুরি যাওয়া গরুর মালিক সুনু মিয়া জানান, কসাইদের সাথে চোর চক্রের যোগসাজেস থাকায় চুরি যাওয়া গরু উদ্ধার করতে কঠিন হচ্ছে। এ ব্যাপারে মদন থানার ওসি এস এম মফিজুল ইসলাম জানান, পৌর সদরের গরু চুরির ঘটনায় মজনু মিয়া বাদী হয়ে ৫জনকে আসামী করে বুধবার মদন থানায় একটি মামলা হয়েছে। ফতেপুরে চুরি গরুর চামড়া উদ্ধারের ঘটনার তদন্তে পুলিশ মোতায়েন করা হয়েছে।

(এএমএ/জেএ/জুলাই ৩১, ২০১৪)