বান্দরবান প্রতিনিধি : মেঘের ভেলায় নিজেকে ভাসাতে পাহাড় কন্যা বান্দরবানে ছুটে এসেছেন হাজার হাজার পর্যটক। ঈদের লম্বা ছুটিতে পর্যটকের পদচারণায় মুখরিত জেলার পর্যটন স্পট গুলো। হোটেল, মোটেল, গেষ্ট হাউস কোথাও কোন সিট খালি নেই।

পর্যটন স্পট নীলাচল ও মেঘলায় নতুন আদলে পাহাড়ের পাদদেশে নান্দনিক কটেজ ও স্থাপনা তৈরী হওয়ায় পর্যটনের নতুন মাত্রা যোগ হয়েছে। এ ছাড়াও এই মৌসুমে মেঘ-পাহাড়ের লুকোচুরি খেলার চিরায়িত রূপ পর্যটকদের বাড়তি আনন্দ জুগিয়েছে।

রাজনৈতিক অস্থিরতা না থাকায় এবার প্রতিদিন গড়ে ২০ থেকে ৩০ হাজার পর্যটকের আগমন ঘটছে পর্যটনের শহর বান্দরবানে। পর্যটকরা নিশ্চিন্তে পরিবারের সদস্য নিয়ে ঘোরাফেরা করতে পারায় স্বস্তি বোধ করছেন। প্রশাসনের পক্ষ থেকেও পর্যটকদের নিরাপত্তা দিতে প্রতিটি স্পটে বিশেষ পদক্ষেপ নেয়া হয়েছে।

হলিডে ইন রিসোর্টের মালিক জাকির হোসন জানান, ঈদের ১৫ দিন আগে থেকেই হলিডে ইন ও ইস্ক্যাপে রিসোর্টে ১ সপ্তাহের জন্য সবগুলো রুম বুকিং হয়েছে।

জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম জানান, বান্দরবান পর্যটকদের জন্য অনেক নিরাপদ। এখানকার ক্ষুদ্র নৃগোষ্ঠিরা পর্যটক বান্ধব। একসময় নিরাপত্তার সমস্যা থাকলেও এখন আর সেটা নেই। পর্যটকদের জন্য বান্দরবান একটি নিরাপদ স্থান।

(এএফবি/জেএ/জুলাই ৩১, ২০১৪)