বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই রায়েনা বেগম (৪০) নামে এক নারী মারা গেছেন, আহত হয়েছেন অপর চার যাত্রী। নিহত রায়েনা বেগম বড়লেখা উপজেলার কাঞ্চনপুর গ্রামের সোনা মিয়ার স্ত্রী।  বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে কুলাউড়া-চান্দগ্রাম সড়কের বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের লগারি নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাধবকুণ্ডগামী যাত্রীবাহী বাসের সাথে চান্দগ্রামগামী অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে অটোরিকশা যাত্রী রাহেনা বেগম (৪০) ঘটনাস্থলেই মারা যান এবং আহত হন অপর চার যাত্রী। এদের মধ্যে আব্দুল করিম (৪৫) ও নোমান আহমদ (১২) নামের দুই যাত্রীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে,বাসটি নারায়নগঞ্জ উপজেলার আড়াইহাজার উপজেলা থেকে একদল পর্যটক নিয়ে সিলেট হয়ে বড়লেখা উপজেলার মাধবকুন্ড জলপ্রপাতের উদ্দেশ্যে যাওয়ার পথে ঘটনাস্থলে অটোরিকশার সাথে বাসটির সংঘর্ষ হয়। চালক পালিয়ে গেলেও পুলিশ বাসটি আটক করেছে।

বড়লেখা থানার ওসি মো. আবুল হাসেম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(এলএস/অ/জুলাই ৩১, ২০১৪)