নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা ও আসবাবপত্র ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল আলম ভুঁইয়া জানান, শনিবার উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠানের কথা ছিল। সম্মেলন পণ্ড করতে ছাত্রলীগের নেতাকর্মীরা শুক্রবার রাতে পৌর শহরের উকিলপাড়া এলাকার বিএনপি অফিসে হামলা চালিয়ে অফিসের চেয়ার, শহীদ জিয়ার ছবিসহ দলীয় চেয়ারপার্সনের ছবি ভাঙচুর করে।

তিনি আরো জানান, সম্মেলন স্থগিত হয়নি। তবে কোথায় সম্মেলন অনুষ্ঠিত হবে তা এখনও ঠিক হয়নি।

দুর্গাপুর থানার ওসি রেজাউল ইসলাম জানান, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

(ওএস/এইচআর/আগস্ট ০২, ২০১৪)