নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়া উপজেলায় খায়রুল ইসলাম (৩৫) নামে এক যুবলীগ নেতার হাত-পা কেটে নিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে তেলিগাতী বাজারের অদূরে এ ঘটনা ঘটে।

খায়রুল তেলিগাতী ইউনিয়নের ৫নং ওর্য়াডের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়নের গৌরীনগর গ্রামের বাসিন্দা।

তেলিগাতী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবদুল হেলিম জানান, রাতে তেলিগাতী বাজার থেকে খায়রুল বাড়ি ফিরছিলেন। পূর্বশত্রুতার জেরে ওই গ্রামের বাসিন্দা মামুনের নেতৃত্বে এ সময় তার উপর হামলা চালায় সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা কুপিয়ে খায়রুলের বাম হাত কনুই থেকে বিচ্ছিন্ন করে, পাশাপাশি তার ডান হাতের কব্জিও কেটে নেয় সন্ত্রাসীরা। এছাড়া সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে কেটে যায় তার পায়ের রগ।

স্থানীয়রা উদ্ধার করে দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা পিজি হাসপাতালে পাঠানো হয়।

আটপাড়া থানার ওসি ফারুক আহমেদ জানান, খবর পেয়েই তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযুক্তদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের ঘর তালাবদ্ধ অবস্থায় পেয়েছেন বলেও জানান ওসি।

(ওএস/এইচআর/আগস্ট ০২, ২০১৪)