স্টাফ রিপোর্টার : অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও এর অধীনস্থ দফতর বা প্রতিষ্ঠানগুলো কী ধরনের উদ্ভাবনী উদ্যোগ বা ধারণা প্রণয়ন করেছে, সেগুলো জানতে চাওয়া হয়েছে।

গত ২৩ সেপ্টেম্বর এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের চীফ ইনোভেশন অফিসারের দফতরে এসব উদ্যোগ বা ধারণা জমা দিতে বলা হয়েছে।

আদেশে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বার্ষিক উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০১৯-২০ প্রণয়ন করা হয়েছে। যা ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। বার্ষিক উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০১৯-২০ অনুযায়ী স্বীয় বিভাগ বা দফতর বা সংস্থার উদ্ভাবনী উদ্যোগ বা ধারণ আহ্বান এবং প্রাপ্ত উদ্ভাবনী ধারণাগুলো যাচাই-বাছাইপূর্বক তালিকা তথ্য বাতায়নে প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে।

তাই বার্ষিক উদ্ভাবন পরিকল্পনা ২০১৯-২০ সূচারুভাবে যথাসময়ে বাস্তবায়নের জন্য বার্ষিক উদ্ভাবন কর্মপরিকল্পনা মোতাবেক প্রতিষ্ঠানের শাখা বা অধিশাখা হতে উদ্ভাবনী উদ্যোগ ৩০ সেপ্টেম্বরের মধ্যে চীফ ইনোভেশন অফিসারের দফতরে পাঠানোর নির্দেশ দেয়া হলো।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০১৯)