স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবি ও পেশকারের বাকবিতন্ডতা এবং আইনজীবী হাতে পেষকার লাঞ্চিত হওয়ার ঘটনায় বিচার কার্য বন্ধ রয়েছে। এ নিয়ে দিনাজপুর আদালত পাড়ায় চাপা উত্তেজনা চলছে।

দিনাজপুর আইনজীবি সমিতির সদস্য তোফাজ্জল হোসেন লিটন ও দিনাজপুর যুগ্ন জেলা ও দায়রা জজ আদালত-১ ও স্পেশাল ট্রাইবুনালের-৫এর ব্রেঞ্জ সহকারী (পেশকার) ফরিদ হোসেন এর সাথে মামলা সংক্রান্ত নথিপত্র চাওয়া নিয়ে বুধবার দুপুরে বাকবিতন্ডার ঘটে।

একপর্যায়ে ওই আইনজীবী শারিরীকভাবে লাঞ্চিত করে ব্রেঞ্চ সহকারী ফরিদ হোসেনকে। এ ঘটনায় আদালত কক্ষ বন্ধ করে দেয় ব্রেঞ্চ সহকারী ফরিদ হোসেনের সহকর্মীরা।এরই মধ্যে আইনজীবিরা একত্রিত হয়ে ঘটনার প্রতিবাদ জানায়। পাল্টা-পাল্টি মিছিল ও প্রতিবাদ সভা করে উভয়পক্ষ।

এ ঘটনা পর বিচার কার্য বন্ধ করে দেয় বিচার কার্যে জড়িত কর্মচারীরা। বর্তমানে আদালতের বিচার কার্যক্রম বন্ধ রয়েছে। এনিয়ে দিনাজপুর আদালত পাড়ায় চাপা উত্তেজনা চলছে।

এতে দুর দুরান্ত থেকে আসা বিচারপ্রার্থীরা বিপাকে পড়েছে বিপাকে

(এস/এসপি/অক্টোবর ০২, ২০১৯)