রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রবাসীর স্ত্রীর উপর হামলায় নারীসহ ১০ জন আহত হয়েছে। রবিবার সকালে পৌর শহরের মধুপুর ছৈয়াল বাড়ীতে এঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন আহতের উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করেন।

এঘটনায় দুপুরে প্রবাসী সালেহ্ আহম্মদের স্ত্রী নেহারা বেগম বাদী হয়ে একই এলাকার আবুল বাসার, নুর নবী ও এমরানসহ ৩জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারে জানা যায়, পৌর শহরের মধুপুর এলাকার ছৈয়াল বাড়ীর মৃত আব্দুল হকের ছেলে নুর নবীর সাথে দীর্ঘ দিন ধরে বাড়ীর পাশের একটি জমি নিয়ে প্রবাসী সালেহ্ আহম্মদের স্ত্রী নেহারা বেগমের সাথে দীর্ঘ দিন বিরোধ চলে আসছে। ওই জমিটি দখল করার জন্য বিভিন্ন ভাবে নুর নবীর ছেলে আবুল বাসার প্রবাসীল স্ত্রী নেহারকে হুমকি ধমকি দিয়ে আসছে। এরই জের ধরে শনিবার সকালে নুর নবী ও তার দুই ছেলে আবুল বাসার এবং এমরানের নেত্রিত্বে ১০-১২ জন সশস্ত্র সন্ত্রাসীরা জমিটি দখলের চেষ্টা চালায়। এতে বাধা দিতে এগিয়ে আসলে প্রবাসীর স্ত্রী নেহার বেগম তার ছেলে শাহিন আলম ও আমিরে নেছাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে।

এসময় তাদের উদ্ধারে এগিয়ে আসলে নয়ন আক্তার, সাহিন, জাকির ও হাজেরা বেগমসহ ১০জন আহত হয়। গুরুতর আহত নেহার বেগম তার ছেলে শাহিন আলম ও আমিরে নেছাকে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের স্থানীয় ভাবে চিকিৎসা দিয়েছেন।

যোগাযোগ করা হলে অভিযুক্ত নুর নবী ও তার ছেলেরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

রায়পুর থানার ওসি একেএম মনঞ্জুরুল হক আখন্দ বলেন, প্রবাসীর স্ত্রী নেহারা বেগমের মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


(এমআরএস/এটিআর/আগস্ট ০৩, ২০১৪)