সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : ‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক জঙ্গি সন্ত্রাস মুক্ত দেশ গড়ি’ এই শ্লোগানে মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলা কমিউনিটি পুলিশিং ডে- উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় সিরাজদিখান থানার আয়োজনে থানা চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় থানায় এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা শেষে কেক কাটা হয়। সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদউদ্দিনের সভাপতিতে সহকারী পরিদর্শক এস আই মোহাম্মদ আব্দুস সবুর খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান-টংগীবাড়ি সার্কেল এ এস পি মোঃ রাজিবুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশিং কমিটির সভাপতি আব্দুল মতিন হাওলাদার, উপজেলা আওয়ামীলীগ অর্থ সম্পাদক ও মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আব্দুল করিম শেখ,রশুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন,ওসি তদন্ত আজিজুল হক হাওরাদার, ওসি অপারেশন কাজী রমজানূল হক, আওয়ামীলীগ দপ্তর সম্পাদক ঢালী মোঃ শহিদ,লতব্দী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান হাফিজ ফজলুল হক, সরকারী,ইছাপুরা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ নাছিরউদ্দিন, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, এটি এম রুহুল আমিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মেহেরজাবীন আলী, শামীম হাওলাদার, মাহমুদুল হাসান ঝন্টু,আসাদুজ্জামান বাপ্পি,মরিয়ম মালাসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।

(এসআরডি/এসপি/অক্টোবর ২৬, ২০১৯)