চাঁদপুর প্রতিনিধি : হাজীগঞ্জ বরপক্ষ আসার পূর্বেই খাবার গেল মাদ্রাসায়। বিয়ের আয়োজন বন্ধ। ২৮ অক্টোবর সোমবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচো উত্তর ইউনিয়নের পিরোজপুর গ্রামে গিয়ে একটি বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছেন প্রশাসন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়ার নির্দেশে মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার ও ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া কনের বাড়ীতে হাজির হয়ে বিয়ে বন্ধ করেন। ১৭ বছর বয়সি কনে পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। তার বাবার নাম মো. বাসার। প্রবাসী বর পাশ্ববর্তী ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা।

ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানিয়া বলেন, বিয়ে বন্ধ করে কনের বাবার কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে। মেয়ের ১৮ বছর পূর্ণ হওয়ার পূর্বে বিয়ে দিবে না। বরপক্ষের জন্য প্রস্তুতকৃত খাবার ঐ গ্রামের দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার নির্দেশে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, একই উপজেলায় গত শুক্রবার দুপুরেও একটি বাল্য বিয়ে বন্ধ করে প্রশাসন।

(এইচ/এসপি/অক্টোবর ২৮, ২০১৯)