অমল তালুকদার, পাথরঘাটা (বরগুনা) : বরগুনার পাথরঘাটায় নাছিমা বেগম (৩০) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩০ অক্টাবর) বেলা ১২টার দিকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান বলে জানা গেছে।

মৃত নাসিমা পাথরঘাটার চরলাঠিমারা গ্রামের জব্বারের ছেলে শাহ জালালের স্ত্রী এবং ভোলা জেলার দৌলতখান উপজেলার বাংলা বাজার এলাকার ইদ্রিস মিয়ার মেয়ে।

জানা গেছে, শাশুড়ির সাথে অভিমান করে নাছিমা বিষপানে আত্নহত্যার চেষ্টা চালায়। ১১টার দিকে তাকে পাথরঘাটা স্বস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। নাছিমার ২ বছরের একটি সন্তান রয়েছে।

নাছিমার ফুফাত বোন রহিমা বেগম জানান, প্রায় ৪ বছর আগে পাথরঘাটা সদর ইউনিয়নের চললাঠিমারা গ্রামের শাহ জালারের সাথে পারিবারিক ভাবেই বিয়ে হয় তাদের। বিয়ের পর থেকেই শ্বাশুড়ির সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকত। ধারনা করা হচ্ছে তার শ্বাশুড়ির সাথে কলহের কারনে ঘরে রাখা বিষ খায় সে। পরে তাকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যৃ হয়।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহবুদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হবে।

তিনি আরো জানান, নাছিমার বাবা-মা চট্টগ্রামে অবস্থান করায় তাদেরকে খবর দেয়া হয়েছে। তাদের যদি অভিযোগ থাকে; তবে মামলা নেয়া হবে।

(এটি/এসপি/অক্টোবর ৩০, ২০১৯)