পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় শুঁটকি পল্লীতে অভিযান। ৩ হাজার পিচ হাঙ্গর মাছ জব্দ। ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে কোষ্টগার্ড।

শনিবার মধ্যরাতে পাথরঘাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাবলাতলা শুঁটকি পল্লিতে এ অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় বাবুল ও সাত্তার নামে দুই শুঁটকি ব্যাবসায়ীকে আটক করে তারা। আটক দু’জনকে ৪শ টাকা জরিমানা করে ছেড়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

পাথরঘাটা কোষ্টগার্ড ষ্টেশন কমান্ডার সাব লেফটেনেন্ট বিশ্বজিত বড়ুয়া জানান, সামুদ্রিক আইনে হাঙ্গর মাছ শিকার করা দন্ডনী অপরাধ। কিন্তু কিছু সংখ্যক জেলে হাঙ্গর মাছ শিকার করে শুটকি পল্লীতে বিক্রি করছে বলে আমাদের কাছে অভিযোগ আছে। কোষ্টগার্ড গোপন সুত্রে খবর পেয়ে শুঁটকি পল্লি থেকে ৩ হাজার পিচ হাঙ্গর জব্দ করে।

পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবির বলেন, ঘটনায় জড়িত দুইব্যক্তি হাঙ্গরগুলো শিকার করেনি। তাদের ট্রলারটি ব্যবহার করা হয়েছে। যে কারণে অর্থ জড়িমানা করে ছেড়ে দেয়া হয় এবং হাঙ্গরগুলো কেরোসিন দিয়ে পুরিয়ে মাটিচাপা দেয়া হয়েছে।

(এটি/এসপি/নভেম্বর ২৪, ২০১৯)