নওগাঁ প্রতিনিধি : স্বাধীনতার দীর্ঘ ৪৩ বছর পর নওগাঁর ধামইরহাটের অবহেলীত ৩টি গ্রাম আলোকিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার গ্রাম ৩টি তালান্দার পুর্বপাড়া, দ্বিগুন এবং মঙ্গলীয়া পুর্বপাড়া গ্রামের ১৫৫ ঘরে পল্লী বিদ্যুতের সংযোগ প্রদান করা হয়।

পৃথক পৃথকভাবে এসব বিদ্যুতায়ন কর্মসূচী উদ্বোধন করেন, জাতীয় সংসদের হুইপ মো. শহীদুজ্জামান সরকার বাবলু এমপি। এ উপলক্ষে এক আলোচনা সভা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. মঈন উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মো. হেমায়েত উদ্দিন, পৌর মেয়র মো. আমিনুর রহমান, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম মো. আব্দুর রউফ, এজিএম মো. কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির সচিব মো. মিজানুর রহমান,পল্লী বিদ্যুতের জুনিয়র প্রকৌশলী শাহানুর রহমান, গোলাম কিবরিয়া খোকন প্রমুখ। সকালে জাতীয় সংসদের হুইপ মো. শহীদুজ্জামান সরকার ধামইরহাট দলিল লেখক সমিতির নবনির্মিত শেড উদ্বোধন করেন।
(বিএম/এএস/আগস্ট ০৫, ২০১৪)