পাংশা প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ আয়োজিত মহান বিজয় দিবস ২০১৯ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ১৬ ই ডিসেম্বর প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যেমে দিনের কর্মসূচি শুরু হয়।

এরপর সকাল ৭ টায় পাংশা উপজেলা পরিষদের সন্মূখে জাতির জনকের প্রতিকৃতি সংলগ্ন অস্থায়ী স্মৃতিস্মম্ভে পূষ্পমাল্য অর্পন করা হয়। সর্ব প্রথমে পূষ্পমাল্য অর্পন রাজবাড়ী ২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ও পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুল মুর্শেদ আরুজ।

এরপর উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যার মোঃ ফরিদ হাসান ওদুদ ও উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম ও উপজেলা ভূমি কর্মকর্তা সাদিয়া শাহনাজ খানম পূষ্পমাল্য অর্পন করেন।

পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,পাংশা মডেল থানা,পাংশা সরকারী কলেজ,বাংলাদেশ আওয়ামীলীগ পাংশা উপজেলা শাখা, বাংলাদেশ আওয়ামীলীগ পাংশা পৌর শাখা, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্স পাংশা, বীজ উৎপাদন খামার পাংশা, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়, আইডিয়াল গার্লস কলেজ, ফায়ার সার্বিস সিভিল ডিফেন্স ষ্টেশন পাংশা, পাংশা প্রেসক্লাব, অগ্রনী ব্যাংক পাংশা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, ফারিয়া পাংশা, আবাসিক প্রকৌশলী বিদ্যুৎ সরবরাহ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক ও রাজনৈকিত সংগঠন পূষ্পমাল্য অর্পন করেন।

এরপর পাংশা শাহজুই (রঃ) মাজার জিয়ারত শেষে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তলন কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন করা হয়।

জাতীয় পতাকা উত্তলন করেন রাজবাড়ী ২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা,পাংশা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার,পাংশা মডেল থানার ওসি। বেলা ১১ টায় শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার বর্গের সংবর্ধনা প্রদান করা হয়। সন্ধ্যায় আলোচনা সভা সাংষ্কৃতিক অনুষ্ঠান এর মধ্যে দিনের কর্মসূচি শেষ হয়।
.

(এস/এসপি/ডিসেম্বর ১৬, ২০১৯)