হেসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার মধ্য পুমদী গ্রামের কথিত আহাম্মদ কবিরাজের মেলার নামে সমাজ ও ইসলামবিরোধী কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ-হোসেনপুর সড়কের উপজেলার রামপুর বাজারে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে স্থানীয় এলাকাবাসী।

স্থানীয় শ্যামনগর মসজিদের খতিব মাওলানা আবদুল বাছীর সাদীর সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন-অধ্যক্ষ আব্দুল কাইয়ুম মামুন, মোরগ মহল মসজিদের খতিব মাওলানা নাজমুল হক ফয়সাল, মাওলানা আবুল কালাম ফারুকী, আবুল ফাতাহ নুরুল্লাহ, কারিমুল্লাহ, আবুল কাসেম জুয়েল প্রমুখ।

এলাকাবাসী জানায়, বিগত ১০ বছর যাবৎ মধ্য পুমদী গ্রামের আহমদ কবিরাজের মৃত্যু দিবস উপলক্ষে প্রতি বছর ২৭ ডিসেম্বর থেকে সপ্তাহ ব্যাপী মেলার আয়োজন করে আসছে।

বিগত সময়ে মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মারামরি ও উত্তেজনা দেখা দেয়। পরে এলাকাবাসী মেলার নামে অশ্লীলতা ও জুয়া খেলা বন্ধের অভিযোগ করলে উপজেলা প্রশাসন তা বন্ধ করে দেয়। এবছর ২৭ ডিসেম্বর থেকে পুনরায় একই স্থানে মেলার আয়োজন দেখে এলাকাবাসী তা বন্ধ করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

(এস/এসপি/ডিসেম্বর ১৮, ২০১৯)