পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ড ১১ জানুয়ারি ২০২০ উপলক্ষে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে পাংশা  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোসাম্মৎ আনজুয়ারা খাতুনের সভাপতিত্বে অবহিত করণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা পৌর সভার মেয়র আব্দুল আল মাসুদ, বিশেষ অতিথি ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বছির উদ্দিন পাংশা মডেল থানার এস আই মামুন অর রশিদ।

সভায় প্রজেক্টরের মাধ্যমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর পূর্বের সচিত্র প্রতিবেদন কার্য়ক্রম প্রত্যাশা প্রপ্তি ও ভিটামিন এ এর অভাবে সৃষ্ঠ রোগ সমূহ সম্পর্কে ধারণা প্রদান করেন ডাঃ এম এম আখিরুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ডাঃ সুপ্রভ আহমেদ সভা সঞ্চালন করেন পাংশা উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা তৈয়বুর রহমান।

বক্তাগণ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর প্রচার প্রচারণা বৃদ্ধি ও সার্বিক সফলতা কামনা করেন। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার লোক উপস্থিত ছিল।

(এস/এসপি/জানুয়ারি ০৭, ২০২০)