চাটমোহর (পাবনা) প্রতিনিধি : ভারতীয় চ্যানেল ষ্টার জলসা, ষ্টার প্লাস ও জি-বাংলা বন্ধের দাবিতে পাবনায় মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

‘বাঙালীর পারিবারিক ও সামাজিক মূল্যবোধ সুরক্ষায়-বিদেশী সংস্কৃতির আগ্রাসন প্রতিহত করবো’ শীর্ষক শ্লোগান নিয়ে ‘সচেতন ছাত্র সমাজ পাবনা’র নামের একটি সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে।

বুধবার বেলা ১১টায় পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন চলাকালে সচেতন ছাত্র সমাজের নেতৃবৃন্দ ভারতীয় চ্যানেল ষ্টার জলসা, ষ্টার প্লাস ও জি-বাংলা বন্ধের দাবিতে বক্তব্য দেন।

মানববন্ধনে প্লেকার্ড, পোষ্টার ও ব্যানার নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন পেশাজীবি মানুষ অংশ নেন।

(ওএস/অ/আগস্ট ০৬, ২০১৪)